বিচারপতি কেটাঞ্জি ব্রাউন - মার্কিন সুপ্রিম কোর্টে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা

 ... তবুও আমরা কেটাঞ্জির মনোনয়নকে উদযাপন করব। আমার পিতৃদেব স্বয়ং, আমাকে অনেকবারে বুঝিয়েছেন – সমাজ আসলে এক ইলেক্ট্রিকাল সার্কিটের মতোই, উইথ এ ভেরি হাই, এক্সট্রিমলি হাই টাইম কনস্ট্যান্ট! অর্থাৎ কি না কোনও একটি বিষয়ে সমাজের তরফে সঠিক সাম্যে পৌঁছতে গেলে পরে অনেকখানি সময়ের প্রয়োজন, তারই মধ্যে আসতে থাকবে ওঠাপড়া অনেক। তারই মধ্যে এমন একেকটি পদক্ষেপেই আমরা এগিয়ে চলব সত্যিকারের আলোকিত ভবিষ্যতের অভিমুখে। মার্কিনি ইতিহাস আলো, অন্ধকার, পাঁক ও হীরকখণ্ডে পরিপূর্ণ। পৃথিবীর আর পাঁচটা দেশের ইতিহাসের মতোই।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 04 July, 2022 | 408 | Tags : Roe vs Wade Ketanji Brown Jackson   Amy Coney Barrett  US Supreme Court